বেগুনী ফুলের পরাগ নেশায়
প্রতীক্ষার অলিন্দে দেখেছি অঙ্কুরিত
অনন্ত বাসনার নেশাগ্রস্থতা l
আকাশের মুখে রোদ-বৃষ্টির মিলনে সাতরঙ বলিরেখায়
ভাসে মনোহরা রঙধণু
সে ধণু থেকে একটি রঙ করেছি আড়াল
বেগুনী আঁচলে ঢেকেছি আকাশের মোহনীয়তা l
বেগুনী পাখির চঞ্চুতে রেখেছি পালকঝরা প্রণয়
জারুলের বেগুনী নিকুঞ্জে দিন গড়িয়ে এসেছে রাত
জলের প্রতিচ্ছবিতে বেগুনী নগরীর
কাছে চেয়েছি প্রশান্তির বারতা
প্রজাপতির বেগুনী পাখনা ছুঁয়ে বেগুনী করেছি মন
বেগুনী গহনাতে সাজিয়েছি সাজঘর, কন্ঠিকা শৃঙ্গার
শীতার্ত শরীরে জড়িয়েছি বেগুনী মখমল উত্তরীয় বন্ধন l
বেগুনী মুক্তোদানায় বেঁধেছি স্বপ্নকাজল কিচ্ছা
পান করেছি বেগুনী আঙুর অমিয়, বৃষ্টির গ্লাসে
বেগুনী গীতির স্বরলিপিতে দিয়েছি মাছরাঙা ডুব
নয়নতারার বেগুনী নয়ন-পাপড়ির শিশিরের শুচিতায়
লালন করেছি ফেলে আসা অতিতাশ্রয়ী শৈশব সুখস্মৃতি
হাজার বসন্ত হয়েছে গত বাগানের বেগুনী ছায়াতে
শালগম, পুঁইফল, সীমফুল, বেগুনের আঙিনাতে
ললাটে বেগুনী টিপে সঞ্চয় করেছি
বেগুনী চাঁদের বাঁধভাঙা অলোক হাসি
মেঘের মিনারে কিনেছি বেগুনী স্বর্গসুধা
বেগুনী কষ্টগুলো অরণিতে রেখেছি নিজের করে
সমর্পিত আমি বেগুনী তৃষ্ণার অগ্নিলা বাঁশীতে l