মূল : জালালুদ্দীন রুমী
ভাষান্তর : রওশন হাসান
প্রিয় হৃদয়, আমরা যখন প্রেমিক হবার পর্যায়ে পড়ি, আমাদের মধ্যে কোন ধৈর্য বিরাজ করে না,
এবং
কোন অনুশোচনাও কাজ করে না l উভয়েই বিপুল অসঙ্গতি সৃষ্টি করি l অনুশোচনাকে পতঙ্গ হিসেবে দেখো
এবং ভালোবাসাকে একটি ড্রাগন হিসেবে l লজ্জার বিষয় হচ্ছে, উভয়ই পরিবর্তনশীল আবহাওয়ার মত l
ভালোবাসা, একটি উৎকর্ষতা ব্যতীত কিছুই নয় l এর জন্য
ভালোবাসায় প্রেমিকেরও শ্রেনীবিভক্তি রয়েছে অথবা যেকোনো কেউই অবাস্তবতার পর্যায়ে পড়তে পারে l এক্ষেত্রে উৎস এবং উদ্দ্যেশ্য এক হতে হবে l
Coleman Barks, The Soul of Rumi.