একটি কাব্যগ্রন্থের পান্ডুলিপি প্রুফরিডিং শেষ করেছি l প্রচ্ছদ চূড়ান্ত করে মুদ্রণের কাজ সমাপ্তি শেষে নিউইয়র্কে এসে পৌঁছুবে কিছুদিনের মধ্যে l প্রবল ব্যাকুলতা নিয়ে অপেক্ষা করছি l বসন্ত যখন চারিদিকে আগমনী ধ্বনি ছড়ায় কবি নীরব কেন তখন, ‘ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া লবে নাকি তব বন্দনায়? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। বাতাবিলেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল’? কবির সেই কবিতার প্রশ্নের উত্তর নিয়ে প্রকৃতি ঋতুকালীন জাগ্রত বসন্ত দুয়ারে l জীর্ণ শীর্ণ শীতের আমেজ কাটিয়ে বনে-মনে, ফুলে-ফলে, বাতাবরণে জানান দেয় বসন্তের আগমনী বার্তা। তবুও কেন বৈরী এ হৃদয়? কেন আন্দোলিত নয় ভাবাবেগ? রঙরুপ প্রলুব্ধিত বসন্তের অনুনাদ হৃদয়ে শোক, প্রবঞ্চনা, বিচ্ছেদে কেন ভারাক্রান্ত ? বাবা, ভাইবোন, স্বামী, সম্পাদক, কবি, বন্ধু এবং বহু গুণগ্রাহী যাঁরা আমাকে গ্রন্থটি প্রকাশে অনুপ্রেরণা যুগিয়েছেন তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা l তরুণ প্রকাশক চৈতন্য প্রকাশনীর কর্ণধার মো: জাহিদুল হক চৌধুরী রাজীব এ কাব্যগ্রন্থটি প্রকাশে ধৈর্য ও আন্তরিক সহযোগিতায় শ্রম দিয়েছেন, তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ l স্বনামধন্য কবি অসীম সাহা বাংলাদেশে অবস্থান করে গ্রন্থটির মুখবন্ধ লিখেছেন আমার প্রতি তাঁর পরম স্নেহের নির্দশনস্বরুপ, অসীমদার প্রতি অশেষ কৃতজ্ঞতা l নিউইয়র্ক অভিবাসী বহুমাত্রিক প্রতিভাধারী চিত্রশিল্পী তাজুল ইমাম বিশেষ কৃতজ্ঞতাবোধে আবদ্ধ করেছেন আমার প্রতিকৃতি অলঙ্করণ করে l বৈরী বসন্তের প্রচ্ছদটি চিত্রাঙ্কন করেছেন প্রচ্ছদশিল্পী তৌহিন হাসান l প্রচ্ছদশিল্পীকে আন্তরিক ধন্যবাদ l সর্বোপরি, আমার কবিতার পাঠক, কবি, আবৃত্তিশিল্পী, সম্পাদক, সমালোচক সকলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি l গ্রন্থটি প্রকাশে যাঁরা নেপথ্যে আমাকে সাহায্য করেছেন তাঁরা গ্রন্থটির অন্তরাত্মা হয়ে রইবেন l কাব্যগ্রন্থটি বাংলাদেশে সুলভে পাওয়া যাবে বাতিঘর ও পাঠক সমাবেশ কেন্দ্রে l অনলাইনে পাওয়া যাবে : rokomari.com গ্রন্থ সংগ্রহে l নিউইয়র্ক পরিবেশক : মুক্তধারা বুক শপ, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক
About রওশন হাসান
রওশন হাসানের (Roushan Hasan) কাব্যের বিষয়বস্তু বহুমুখী l মানুষ, সমাজ, প্রেম, দেশপ্রেম জীবন ও প্রকৃতির নানা বিষয়ে তাঁর স্বতস্ফুর্ততা বজায় রেখে কাব্য রচনাকরছেন l উপমা, অন্তমিলে, গদ্য কবিতায় নিজস্বতায় কবিতার জগতে বিচরণ করছেন l বয়ঃসন্ধিকাল থেকেই আনন্দ-বেদনার ছান্দিক কিছু কবিতা দিয়ে তাঁর লেখা শুরুকরেন l স্কুলে পড়ার সময় তিনি নিয়মিতভাবে ছন্দ কবিতা লিখতেন। স্কুল ম্যাগাজিনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াকালীন সময়ে বিশ্ববিদ্যালয় ম্যাগাজিনেতাঁর লেখা কিছু কবিতা প্রকাশিত হয়। পরবর্তীতে বাংলাদেশের কয়েকটি দৈনিক পত্রিকাতেও তাঁর লেখা কবিতা প্রকাশিত হয়। ২০১২ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে কবিতা চর্চাশুরু করেন l বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই রওশন হাসান নিয়মিত ও অনিয়মিতভাবে কবিতা লিখছেন l ‘স্বপ্নের অভিলাষে’ রওশন হাসানের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ । তাঁরপরবর্তী বাংলা কবিতার কাব্যগ্রন্থ ‘নন্দিত সায়রে’ ‘অনুভবে অনুক্ষণ’, ‘মেঘ তুমি কতদুরে’ ‘সবুজ ঘাসের পৃথিবী’ এবং একটি ইংরেজী কবিতার কাব্যগ্রন্থ ‘Over the Horizon’গ্রন্থগুলো একুশে বইমেলা ২০১৬ এ প্রকাশিত হতে যাচ্ছে যথাক্রমে সুচিপত্র প্রকাশনী, প্রতিভা প্রকাশ, দেশ প্রকাশনী ও কুহেলি প্রকাশ থেকে l মন, মনন, সময় ও ভাবনার স্রোতে ভেসে কবি তাঁর সৃষ্টি তৈরী করেন l সংবেদনশীল এই কবি ভাষা ও অন্তর্মুখি ভাব বিন্যাসে তাঁর দক্ষতা ও অনুভূতি প্রকাশ করে পাঠকেরহৃদয় জয় করছেন l নিসর্গ,পথ, সমুদ্র সর্বোপরি মানুষকে ভালবেসেই তার কাব্য-শক্তি বিস্তৃতি লাভ করছে l তাঁর কবিতার প্রসঙ্গ হচ্ছে প্রেম, দেশপ্রেম, বিচ্ছেদ, গৃহকাতরতা,উদাসীনতা,অকারণ উচ্ছ্বাস, একাকীত্ব বোধ, মনস্তাত্ত্বিক সংকট, সূক্ষ্ম জীবনীশক্তি প্রভৃতি l তাঁর গদ্য ভঙ্গির কবিতায় রয়েছে নিষ্কন্টক মসৃণতা, কবিতার নির্মাণ ও বৈচিত্রতা,যা তাঁর কবিতাকে দিয়েছে বিশিষ্টতার যোগান l ফেসবুক পেজে কবি নিয়মিত সাহিত্যচর্চা করছেন l অগণিত পাঠকের অনুরোধে আগামীতে poetroushan.com নামে একটিব্লগে তাঁর কবিতা সম্ভার সকল পাঠকের জন্য উন্মুক্ত থাকবে l কবি বর্তমানে নিউইয়র্কে পরিবারের সাথে স্থায়ীভাবে বসবাস করছেন। কবিতার পাশাপাশি গানেরও চর্চা করছেন। নিউইয়র্কস্থ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে ও প্রকাশনাসম্পাদনার কাজের সঙ্গে সংপৃক্ত রয়েছেন। জীবনের ব্যস্ত সময়ের মাঝে সময় বাঁচিয়ে সৃজনশীল এই কবি লেখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আগামীতে আরো কাব্যগ্রন্থ লেখারআশা রাখেন। কবি আপনাদের প্রেরণা ও দোয়া কামনা করেন।