তোমার মনের আনাচে কানাচে
জোসনার আলোর পরশটুকু মেখে নিও তোমার চোখের তারায়
আমি জেগে থাকবো সবুজ মোমের আলোয়
তোমার জন্য বাতায়নে
দখিনা মলয়ে পাঠিয়ে দিও তোমার হৃদয় বার্তা
আমি শুনে নেবো ঝরা পাতাদের মর্মরে lবিহঙ্গের উড়ন্ত ডানায় জানিয়ে দিও
তোমার উম্মুক্ত ভালবাসার কথামালা
আকাশের আবীরে ছড়িয়ে দিও
তোমার অনাদৃত অনুভুতির কমনীয়তা l
কামনার অন্তরীক্ষে ব্যাথার সরোবরে
দিও স্বচ্ছ আবেগের প্রলেপ
করবো অনুভব তরঙ্গভরা জলের প্রতিফলনে l
তারার ঝিকিমিকিতে আমায় শুনিয়ে যেও
যদৃচ্ছার যত খেয়ালের নব প্রতিশ্রূতি
করো ভাবনার বিনিময়
আমি জেনে যাবো তারার কান্তিতে
আঁখির চাহনিতে ছুঁয়ে দেবো সেই ঝলক
হবো পরিণীতা মেঘেদের ঘোমটায়
আমায় খুঁজে নিও ধোঁয়া ধোঁয়া দিগন্তের প্রসারিত বাহুতে l