আঙিনায় একান্তে ফুটেছে সারি সারি গোলাপ
দিনশেষের হাওয়াতে দোল খায়
আমার চাহনির খোরাক হয়ে ভাষাহীন কথায়
ক্লান্তিহরা ছিমছাম বিকেলে অনুরাগ ছড়ায় l
এই মূহুর্তে কে জানে আমি আছি
কোথাও না কোথাও সৌরভ হয়ে
ফুল যদিও গন্ধহীন, অনন্ত সৌন্দর্যে
শূন্য হৃদয়ে, মগ্ন প্রহরে আসেনি কোন বার্তা তোমার l
সুদূরে রুদ্ধশ্বাসে স্বপ্নবীজের অংশে লুকায়িত শব্দগুলো
আসন্ন সন্ধ্যার কানে কানে মন্হর ছায়াতে হারায় l