সকালের রোদ ঠিকরে পড়ে
পাহাড়ের শরীরে, নদীর উপকূলে
দিনের ধানি রঙ চুলে
হলুদ পাতারা খোলে সোনালি চোখ
সে আলো গায়ে মেখে
কি ভাবছো তুমি উদাসী চোখে ?
নতুন আরেকটি কুয়াশাচ্ছন্ন সকাল পেলে হাতের মুঠোয়
কেন নয় উল্লাস, পালপার্বণে?
আমায় এড়িয়ে শুধু তুমি বললে
একটু সময় দেবে কি ঋণ?
আজকাল সময়ের বড় পাদুর্ভাব
প্রবঞ্চিত তুমি অধিকার খর্বাকৃতিতে করো হাহাকার
খোলা আকাশের নীচে মাটিতে দাঁড়িয়ে তুমি-আমি দেখি অভিশাপে মহানুভবতার অনটন, নেই সমাধান
তোমার কাছে আসা, প্রেমারতি
কেন মনে হয় আবেগের অপচয়?
তুমি বললে আমি
তোমার বাহুতে লুকাবো মুখ
নিবিড় নিঃশ্বাসে ঢাকবো আমার দুঃখ
তবে কোথায় বলো সহমর্মিতাবোধ লুকাবে লজ্জাবনত মুখ?
তুমি আমি
মায়ার চোখে নৈসর্গে খুঁজি
শুদ্ধ প্রেমের ঘ্রাণ !
এখানে জ্বলছে রোষানল, স্বার্থের দাবানলে পুড়ছে
বনরাজি ও প্রজাপতিদের ডানা l
উড়ন্ত পাখিদের পালকভাঙা চিৎকারে আকাশে
গগনববিদারী শোকের ছায়ায় মেঘেদের বদলায় রঙ l
প্রেমাহত তুমি-আমি
এসো বাঁচি সুষমায়, নৈতিকতার অন্তরে খুঁজি এক টুকরো সুখ l
চারিপাশের সৃষ্টিজগতে অবক্ষিত প্রাণীকূলের সৌহার্দের বোধোদয় না হওয়া পর্যন্ত নির্জনবাসের পানে
এসো এগিয়ে চলি হাত ধরে l