শহরের পথগুলো আজ অন্ধকার
পাথরে জল লুটিয়ে পড়ে
হাওয়া বৈরীতায় ভারাক্রান্ত
মলিন দিনে আমাকে কাঁদিয়ে গেলো
এক অচেনা শ্রাবণ
বর্ষার জলাধারে যাকে পাইনি খুঁজে কোনদিন l
চকিত পাখিরা ইতস্ততঃ ওড়ে দিগন্তে
সূর্যের গায়ে নেভানো প্রদীপ
মেঘেদের পরিভ্রমণে সহস্র বোবা রেখার সমাগম
কি যেন কি পরিভাষায় স্হিরনেত্রে
বৃক্ষরা উর্ধ্বে চেয়ে করে বিলাপ
কুয়াশাদ্রিত ধোঁয়া ধোঁয়া জড়তায়
মুছে যায় আরও একটি দিন
আদ্র চৈতন্যের স্তব্ধ পৃথিবীতে l
বিহ্বলতায় মাটি, দন্ডায়মান মানুষ
উৎকন্ঠায় অনুসন্ধানী চোখে
পরিসমাপ্তি টানে দিবসের
রেললাইনে বাঁকপথে মন্হর গতিতে
মিটি বাতিতে ট্রেনের অদৃশ্য হওয়া
জানালায় ভেজা ভেজা অনুভব
ফিরে পাওয়া তাকে
অস্পষ্ট অপরাহ্নে
হারিয়েছিলাম যাকে কোমলমতি মনে বহুদিন আগে
ভুলে যাওয়া ফাগুনের নিভৃত মোহনায় l