আদ্র চৈতন্যের পৃথিবীতে

শহরের পথগুলো আজ অন্ধকার
পাথরে জল লুটিয়ে পড়ে
হাওয়া বৈরীতায় ভারাক্রান্ত
মলিন দিনে আমাকে কাঁদিয়ে গেলো
এক অচেনা শ্রাবণ
বর্ষার জলাধারে যাকে পাইনি খুঁজে কোনদিন l

চকিত পাখিরা ইতস্ততঃ ওড়ে দিগন্তে
সূর্যের গায়ে নেভানো প্রদীপ
মেঘেদের পরিভ্রমণে সহস্র বোবা রেখার সমাগম
কি যেন কি পরিভাষায় স্হিরনেত্রে
বৃক্ষরা উর্ধ্বে চেয়ে করে বিলাপ
কুয়াশাদ্রিত ধোঁয়া ধোঁয়া জড়তায়
মুছে যায় আরও একটি দিন
আদ্র চৈতন্যের স্তব্ধ পৃথিবীতে l

বিহ্বলতায় মাটি, দন্ডায়মান মানুষ
উৎকন্ঠায় অনুসন্ধানী চোখে
পরিসমাপ্তি টানে দিবসের
রেললাইনে বাঁকপথে মন্হর গতিতে
মিটি বাতিতে ট্রেনের অদৃশ্য হওয়া
জানালায় ভেজা ভেজা অনুভব
ফিরে পাওয়া তাকে
অস্পষ্ট অপরাহ্নে
হারিয়েছিলাম যাকে কোমলমতি মনে বহুদিন আগে
ভুলে যাওয়া ফাগুনের নিভৃত মোহনায় l

কবি রওশন হাসান

About রওশন হাসান

রওশন হাসানের (Roushan Hasan) কাব্যের বিষয়বস্তু বহুমুখী l মানুষ, সমাজ, প্রেম, দেশপ্রেম জীবন ও প্রকৃতির নানা বিষয়ে তাঁর স্বতস্ফুর্ততা বজায় রেখে কাব্য রচনাকরছেন l উপমা, অন্তমিলে, গদ্য কবিতায় নিজস্বতায় কবিতার জগতে বিচরণ করছেন l বয়ঃসন্ধিকাল থেকেই আনন্দ-বেদনার ছান্দিক কিছু কবিতা দিয়ে তাঁর লেখা শুরুকরেন l স্কুলে পড়ার সময় তিনি নিয়মিতভাবে ছন্দ কবিতা লিখতেন। স্কুল ম্যাগাজিনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াকালীন সময়ে বিশ্ববিদ্যালয় ম্যাগাজিনেতাঁর লেখা কিছু কবিতা প্রকাশিত হয়। পরবর্তীতে বাংলাদেশের কয়েকটি দৈনিক পত্রিকাতেও তাঁর লেখা কবিতা প্রকাশিত হয়। ২০১২ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে কবিতা চর্চাশুরু করেন l বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই রওশন হাসান নিয়মিত ও অনিয়মিতভাবে কবিতা লিখছেন l ‘স্বপ্নের অভিলাষে’ রওশন হাসানের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ । তাঁরপরবর্তী বাংলা কবিতার কাব্যগ্রন্থ ‘নন্দিত সায়রে’ ‘অনুভবে অনুক্ষণ’, ‘মেঘ তুমি কতদুরে’ ‘সবুজ ঘাসের পৃথিবী’ এবং একটি ইংরেজী কবিতার কাব্যগ্রন্থ ‘Over the Horizon’গ্রন্থগুলো একুশে বইমেলা ২০১৬ এ প্রকাশিত হতে যাচ্ছে যথাক্রমে সুচিপত্র প্রকাশনী, প্রতিভা প্রকাশ, দেশ প্রকাশনী ও কুহেলি প্রকাশ থেকে l মন, মনন, সময় ও ভাবনার স্রোতে ভেসে কবি তাঁর সৃষ্টি তৈরী করেন l সংবেদনশীল এই কবি ভাষা ও অন্তর্মুখি ভাব বিন্যাসে তাঁর দক্ষতা ও অনুভূতি প্রকাশ করে পাঠকেরহৃদয় জয় করছেন l নিসর্গ,পথ, সমুদ্র সর্বোপরি মানুষকে ভালবেসেই তার কাব্য-শক্তি বিস্তৃতি লাভ করছে l তাঁর কবিতার প্রসঙ্গ হচ্ছে প্রেম, দেশপ্রেম, বিচ্ছেদ, গৃহকাতরতা,উদাসীনতা,অকারণ উচ্ছ্বাস, একাকীত্ব বোধ, মনস্তাত্ত্বিক সংকট, সূক্ষ্ম জীবনীশক্তি প্রভৃতি l তাঁর গদ্য ভঙ্গির কবিতায় রয়েছে নিষ্কন্টক মসৃণতা, কবিতার নির্মাণ ও বৈচিত্রতা,যা তাঁর কবিতাকে দিয়েছে বিশিষ্টতার যোগান l ফেসবুক পেজে কবি নিয়মিত সাহিত্যচর্চা করছেন l অগণিত পাঠকের অনুরোধে আগামীতে poetroushan.com নামে একটিব্লগে তাঁর কবিতা সম্ভার সকল পাঠকের জন্য উন্মুক্ত থাকবে l কবি বর্তমানে নিউইয়র্কে পরিবারের সাথে স্থায়ীভাবে বসবাস করছেন। কবিতার পাশাপাশি গানেরও চর্চা করছেন। নিউইয়র্কস্থ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে ও প্রকাশনাসম্পাদনার কাজের সঙ্গে সংপৃক্ত রয়েছেন। জীবনের ব্যস্ত সময়ের মাঝে সময় বাঁচিয়ে সৃজনশীল এই কবি লেখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আগামীতে আরো কাব্যগ্রন্থ লেখারআশা রাখেন। কবি আপনাদের প্রেরণা ও দোয়া কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>