দূরের আকাশটা বড় কাছের মনে হয়
মেঘের কোলে সূর্য সপ্তসেতু পেরিয়ে
পৃথিবীর মুখে ফোটায় আলোর পরাগায়ন
পাখিদের চিরায়ত জেগে ওঠায়
প্রতিদিন আসে নির্মল ভোর
সে ভোর আরও লাগে ভালো
যদি তুমি থাকো পাশে
আমার নয়ন নন্দিত শত অভিলাষে l
এ সবুজ প্রান্তর, এ খোলা হাওয়া
গিরি পর্বতে অটলতায় দিগন্ত ছুঁয়ে যাওয়া
এ ফুলহার করতলে ছড়িয়ে
ছুঁয়ে থাকা সুগন্ধে তোমায় জড়িয়ে
ভালোলাগাগুলো পিছু নেয়, গাঢ় হয়
যখন তুমিও বোলাও নয়ন এ প্রেমাংশু সম্ভারে
এক অবিচ্ছেদ্য অধিকারে l
দেখা হয়নি আরও মনোহর কত অঢেল
অচিন শোভাময় সৌন্দর্য্যরাশি
এ অপূর্ব ভালোলাগা স্বর্গীয় নেশায়
আমায় রাখে বেঁধে দিবারাত্রি
রৌদ্র ও জোৎস্নার মাঝামাঝি
ভালোবাসি বলেই এ সংক্রমণ
আরও ভালো লাগে পৃথিবী, অকারণ
সহজিয়া ভাবাবেগের বহিরাবরণে
ভালোবাসারা গতিশীল একই কক্ষপথে
ষড়রিপুর ষড়্ঋতুর মতোই আবর্তিত তোমায় ঘিরে
মিশ্রিত অনুভবে ঝরা পল্লবে
ফাগুনমেয়ে পলাশে নামায় অলিখিত শ্রাবণ
ভালোবাসি বলেই এই আলো-আঁধারি, এই প্রেমলীলা
চিবুক,ওষ্ঠে এ কাতর চাওয়া
স্পর্শসুখে মথিত মাধুকী সুষমা
আমি ভাসি ভাস্কর্য হয়ে তোমার
হৃদয়ের অতল সরোবরে l