এ পান্থপথের উলম্ব ছায়ায়
দোলানো বিকেল
ঝুলন্ত শাখায় বেদুঈন বিহঙ্গ চোখ
কচুপাতায় জমে থাকা বিন্দু জল
টলমল জীবনের ফেরায় মোড়
অনুভবে কত গভীর, অতল l
আকাশের প্রসারিত বাহুতে ভাসমান সূর্য
মেঘ কেটে পেয়েছে পথের ঠিকানা
একটু পরেই মিলাবে
চাঁদের পথ খোঁজার হবে সময়
জোৎস্না খুঁড়লেই ক্লেদাক্ত কাহিনী
বহমান জীবনের অন্ধকার বিস্বাদে
সময়কে যতদূর দেখি
সেতো মরিচীকায় হারায় l
প্রত্যাশার বারতা নিয়ে আসে
কোন মনিষীর চোখ
যদি করে ব্যবচ্ছেদ জটিল পক্ষকাল
শুনি কলকল জলের শব্দ
পায়ের নীচে অনুভবের সবুজ ঘাসের শিশির
বয়ে আনে শুশ্রূষার বার্তা কিঞ্চিৎ
দহনকালে, বিরহানলে l