গোধূলি নামবে একটুপরে
ঝিকমিক জলে পড়ে বিদায়ী সূর্যের ছায়া
এখনো অন্ধকারে ঢাকেনি দূর্বাঘাস
আকাশের পেয়ালা উপচে দিয়ে
দিগন্ত পড়েছে ঈষৎ নীল রং শাড়ি
আগন্তুক ফেরারী পাখির ডানায়
প্রহরের পাশর
পলকা পাখায় হারাবে সেওকি এই অবেলায় ?
হাওয়ার পরশে কান্নার মৃত্যু ঘটে
শুস্ক ঠোঁটে পিপাসা জোট বাঁধে। ক্লান্ত চোখ ।
অদূরে অন্তরিত দ্বৈবিধ্য উপলব্ধিতে অর্থহীন বায়ক
শব্দ বেষ্টিত এলোমেলো ভাবনায়
প্রশ্বাসিত শান্ত চেতনে
দৈবজ্ঞ সাদা খামে থামে দলছাড়া মেঘ
নোটপ্যাডে চলমান হয় লিরিক্যাল আঙুল l