ফেরারী পাখির ঝাঁক সাঁঝের মায়ায় ওড়ে
ঘরে ফেরার আমেজে চঞ্চল
পাখিদের পথযাত্রী হই আজ নিকুঞ্জে
পালকে লিখি বিস্তীর্ণ আকাশের কথা
আমি চেয়ে চেয়ে দেখি দূর সীমানায়
ঘরে ফেরার তাগিদ না করি অনুভব
পাখিদের চোখে দেখি ওড়ার আকাঙ্খা
মুক্ত আকাশের কাছে যত বিশ্বাস l
ভয় শুধু শিকারীর কাছে অথবা ঝড়-বাতাসে
ডানাহীন আমি পাইনা সেই আশ্বাস
আরো কত আশংকায় রঙের পৃথিবীতে
নয় শুধু বেঁচে থাকার সংশয়
মন-ভাঙা, একাকিত্ব, শোক-যন্ত্রণায়
পাখিরা যেমন পড়ে শিকারীর কবলে l
কত পাখি হারায় প্রাণ চোখের আড়ালে
ধনুকের বিষে ডানা ঝাপটায় মুখ থুবড়ে
রক্তাক্ত দেহে হয় ভূপতিত l
ভেজা পাখির ভেজা ডানায়
ক্ষণিক স্থগিত উড়বার বাসনা
যতক্ষণ না থামে বৃষ্টি, ঝড়
অস্থির অপেক্ষায় ছটফট ছোট্ট প্রাণ
লুকায় পাতার আড়ালে অথবা খড়ের নীড়ে l
পাখির স্বপ্ন ভাঙে আকাশে উড়বার সাধে
তবুও চায়না বন্দী হতে পিঞ্জরে
চায় না পোষ মানতে
যদিও তারা নীড়হীন, আশ্রয়হীন
চায় স্বাধীনতার আকাশে উড়তে
রঙিন রংধনুর কাছাকাছি অথবা উন্মুক্ত সরোবরে l
আকাশহারা পাখিদের শুধু মনহারা দুঃখ
আমিও ধরা পড়ি স্বার্থবাদীর দলে
নিঃশ্বেস করি আমার স্বপ্ন
পোড়াই আশা রোষের অনলে
আহত পাখির মত উড়বার প্রত্যাশায় l