বসন্ত বাতাসের ঝিরিঝিরি আপ্তবচন উদাসী কোকিলের অবিরত কুহু রব আকাশে ঢিলেঢালা মেঘেদের বৈরী চাহনি তাপদাহে পোড়ে ক্লান্ত চরণ তবুও অনুভবে গুন্জন তোলপাড়ে হাসিতে বাশীতে দিবসের পারাবার দূর থেকে কারও নিবিড় হাতছানি নিভৃতে খরস্রোতোবহা তটিনী শৈল্পিক মহানুভবতায় গড়ে প্রতিম প্রাসাদ ইঞ্চিতে ইঞ্চিতে কাদে স্মিত ক্ষন পথের দুধারে দেখি ঈপ্সিত কারো মুখ সূর্যের চোখে আকে গোধুলির ঢুল…
